কোটালীপাড়ায় গণ অধিকার পরিষদের বিশাল শোডাউন, সরগরম শেখ হাসিনার নির্বাচনী এলাকা
মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ গণ অধিকার পরিষদের ব্যতিক্রমধর্মী ও নজরকাড়া শোডাউন অনুষ্ঠিত হয়েছে। দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে চলা এই শোডাউনকে কেন্দ্র করে কোটালীপাড়া, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত, সেখানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সকাল থেকেই শতাধিক নেতাকর্মীদের নিয়ে কোটালীপাড়া উপজেলা সদর ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। শোডাউনে নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, যারা জনগণের অধিকারের প্রশ্নে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, এরকম আয়োজন আগে কোটালীপাড়ায় দেখা যায়নি। অনেকেই রাস্তায় নেমে এই শোডাউন প্রত্যক্ষ করেন এবং বিভিন্ন স্থানে নেতাকর্মীদের অভ্যর্থনা জানান।
গণ অধিকার পরিষদের যুব নেতা মোল্লা ভাই বলেন, “এই শোডাউনের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে চাই, জনগণের অধিকার আদায়ের আন্দোলন শুধু শহরে নয়, প্রত্যন্ত এলাকায়ও পৌঁছে গেছে।”
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদের অংশগ্রহণ এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।