কোলাঘাটে নাবিলিকা মেয়েকে ধর্ষণ ও খুন করার চেষ্টার অভিযোগে,বিজেপি মহিলা মোর্চা থানা ঘেরাও ও বিক্ষোভ
মিছিল অনুষ্ঠিত
সমরেশ রায় ও শম্পা দাস,পশ্চিমবঙ্গ প্রতিনিধি
আজ ১০ এপ্রিল শুক্রবার, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে, এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুন করার চেষ্টার অভিযোগ এনে কোলাঘাট বীট হাউস থানায় বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চা।
কয়েকদিন আগে কোলাঘাটে ১১ বছরের নাবালিকার কে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতন করা হয় , উপরন্তু তার বায়ুধারে কাঁটা চামচ ঢুকিয়ে দেওয়ার মত নিশংস ঘটনা ঘটে, তার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে কোলাঘাট বীট হাউস থানায় গণদেপুটেশন জমা দেয়। দোষীদের উপযুক্ত শাস্তি এবং এর সাথে যারা জড়িত তাদেরকে গ্ৰেফতারের দাবীতে এই ডেপুটেশন। রাজ্যে কোন মহিলা নিরাপদ নয়, এমন দাবী তুলেই রাজ্য মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্রের উপস্থিত বিক্ষোভ ডেপুটিশন। এমনকি ফাঁসির দাবী তুলে স্লোগান দেন। কোলাঘাট বীট থানা সামনে।
কোলাঘাটের কাঠচড়া বাজার থেকে কোলাঘাট বিট হাউস থানা পর্যন্ত মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চা। তারা বলেন এমন জঘন্যতম ঘটনা এখনও পর্যন্ত দোষীদের শাস্তি হলো না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং সাজা দিতে হবে। এরকম ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।