টুঙ্গিপাড়ায় চুরি: গিমাডাগা চরপাড়ায় তানিয়া খানমের বাড়িতে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি
মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাগা চরপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটেছে। ১১ এপ্রিল ২০২৫, আনুমানিক রাত ৯টার দিকে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী তানিয়া খানম জানান, অজ্ঞাত চোরেরা তার ঘরে ঢুকে প্রায় ৯ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় চোরেরা সহজেই এই চুরির ঘটনা ঘটাতে সক্ষম হয়।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত করার জন্য তারা কাজ করছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন।