ডিবির অভিযানে ০৬ মাসের সাজা আসামী ৭০(সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার
যশোরের সমাজ নিউজ
ডিবির অভিযানে ০৬ মাসের সাজা আসামী ৭০(সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার
যশোর জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের এসআই রাজেশ কুমার দাশ, এসআই মোঃ কামাল হোসেনের ফোর্সের সমন্বয়ে যশোর কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে সন্ধ্যা ১৮.০৫ ঘটিকায় রামনগর ইউনিয়নের বিকে সিটির এলাকা হতে জিআর-৭৩২/১৯(কোতয়ালী) মামলার ০৬ মাসের সাজা প্রাপ্ত আসামি মোঃ ইনছান মিয়া(৫০), পিতা-মৃত ওয়াশিম উদ্দিন,অছিম, সাং-সিটি কলেজপাড়া ০১নং ওয়ার্ড(বউ বাজার লতা হিজরার বাড়ির ভাড়াটিয়া) সাং-চাঁচড়া বেড়বাড়ি পশ্চিমপাড়া(৭নং ওয়ার্ড), থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর। ৭০(সত্তর) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু সহ বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়ধীন রয়েছে।