পুর্ব ভাদিয়ালী ইয়াং জেনারেশন কতৃক আয়োজিত ঈদ পরবর্তী গাদন খেলা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ,প্রতিনিধি
বিকাল ৫ টার সময় কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের পুর্ব ভাদিয়ালী ঈদগাহ ময়দানে ঈদ পরবর্তী ঐতিহ্য বাহী গাদন খেলার আয়োজন করেন পুর্ব ভাদিয়ালী ইয়াং জেনারেশন । খেলাটিতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযুদ্ধা আবু দাউদ সরদার।সঞ্চালনায় ছিলেন মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলাটি শুভ উদ্বোধন করেন ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোকলেছুর রহমান। উদ্বোধন কালে তিনি বলেন- বর্তমানে যুবসমাজ বিভিন্ন নেশা দ্রব্যে আশক্ত হয়ে পড়েছে। আমি দেশের সকল যুবকদের উদ্দেশ্যে বলছি তেমরা নেশা দ্রব্য বর্জন করে লেখা পড়া ও ও অবসরে খেলা ধুলা করো। তাহলে দেশ একটি সুসংগঠিত জাতি ফিরে যাবে। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি আরোও বলেন, ঈদের দিন যেমন আমরা ভ্রাতৃত্ব বজায় রাখতে পেরেছি তেমনি ঈদ পরবর্তী দিনগুলো ভ্রাতৃত্ব বজায় রাখতে পারি এ কামনা আমার প্রানাস্থল থেকে সবাইকে অনুরোধ করছি। আগামীকাল এখানে কৃষকের ঈদ উদযাপনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
উক্ত খেলায় রেপারির দায়িত্ব পালন করেন দক্ষ জাজম্যান আজহারুল ইসলাম।