যশোরের সমাজ অনলাইন
যশোরে প্রথম দিনে ভ্যাকসিন নিলো ১০৮২৭ শিক্ষার্থীএক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর কালেক্টরেট স্কুলে এইচপিভি টিকা প্রদান বা ক্যাম্পেইন-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। সকাল ৮টায় টিকা কার্যক্রমের উদ্ধোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ রনি।
যশোরে এক লাখ ২৩ হাজার একশ’ ৬০ জন কিশোরিকে ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথমদিনে জেলায় টিকা নিয়েছেন ১০ হাজার ৮শ’ ২৭ জন। এরমধ্যে যশোর সদরে দু’হাজার সাতশ’ আট, অভয়নগরে নয়শ’ ৭০, বাঘারপাড়ায় সাতশ’ ৯২, চৌগাছায় একশ’ ৩০, ঝিকরগাছায় নয়শ’ ৪২, মণিরামপুরে এক হাজার পাঁচশ’ তিন, কেশবপুরে আটশ’ ৯৩ ও শার্শায় এক হাজার চারশ’ ৬১ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফের সহায়তায় জেলায় ১৮দিন ব্যাপি এ টিকাদান কর্মসূচি চলবে।