শিব মন্দির চত্বরে ষাঁড় চুরি করতে এসে পালানোর সময়, চোরের গাড়ির ধাক্কায় পুলিশের গাড়ি চালকের মৃত্যু।
রিপোর্টার,সমরেশ রায় ও শম্পা দাস,পশ্চিমবঙ্গ
১৭ ই মার্চ বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দুই ব্লকের রেয়াপাড়ায় রাত সাড়ে চারটে নাগাদ, শিব মন্দির চত্বরে ষাঁড় চুরি করতে এসে তাড়া খেয়ে পালানোর সময় , চোরের গাড়ি ধাক্কায় পুলিশের গাড়ির চালকের মৃত্যুর ঘটনা ঘটলো।
ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের দেয়া পাড়ায়, এই ঘটনায় আরো দুজন পুলিশ কর্মী নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে , মৃতের নাম হল সহদেব প্রধান। ওই ব্যক্তি রেয়াপাড়া আউট পোস্টে গাড়ি চালাতো।
এই ঘটনায় এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়, প্রায়শই শিব মন্দির এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় রাতের অন্ধকার চুরির ঘটনা ঘটে থাকে ,আজ ভোরেও ঠিক একই ভাবে দুষ্কৃতিরা রেয়াপাড়া এলাকায় ষাঁড় চুরি করতে আসে। পুলিশের তারা খেয়ে পালানোর সময় দুষ্কৃতিদের ট্রাকটি পুলিশের গাড়িতে ধাক্কা মারে, আর এই ঘটনায় পুলিশের গাড়ি চালকের মৃত্যু হয় বলে অভিযোগ, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ডিউটি রত গাড়ি চালকের মৃত্যুতে শোকাহত।