সাংবাদিকদের সাথে যশোর সিভিল সার্জন অফিসে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
যশোরের সমাজ নিউজ
যশোরে মেয়েদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’ (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। সকাল সাড়ে ৮টায় শহরের কালেক্টরেট স্কুলে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন জেলা প্রশাসক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফের সহায়তায় জেলায় ১৮ দিনব্যাপী এ টিকাদান কর্মসূচি চলবে। এ উপলক্ষে বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়।সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার তৌহিদ পারভেজের সঞ্চালনায় ও সিভিল সার্জনের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ডাক্তার মাহমুদুল হাসান। পরে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে হিউম্যান পাপিলোমা ভাইরাস টিকা সম্পর্কে ডাক্তার রেহেনেওয়াজ প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল উপস্থিত ছিলেন।ডাক্তার নাজমুস সাদিক রাসেল বলেন, আজ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এক মাসব্যাপী জেলার সকল উপজেলায় কিশোরীদের হিউম্যান পাপিলোমা ভাইরাস টিকা প্রদান করা হবে।