বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস যশোর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত,জুলাইর চেতনাকে ধারণ করে ছাত্র-জনতাকে আবার ঐকবদ্ধ হতে হবে- ছাত্র মজলিস
যশোরের সমাজ নিউজ
শুক্রবার ২০ রমজান ১৪৪৬ হিজরী, ২১ মার্চ ২০২৫, বিকাল ৪:৩০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস যশোর শহর শাখার উদ্যোগে মাহে রমজান ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন।
কে এম ইমরান হুসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্র জনতার ৩৬ দিন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়। ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পর দেশের মানুষ সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু একদল কুচক্রী মহল দেশের শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করে ফ্যাসিস্ট আওয়ামীলিগের পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে। তিনি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
তিনি আরো বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে সকল ছাত্র জনতাকে আবার ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য লড়াই করে যেতে হবে। কারো কোন প্রকার উস্কানীতে কান দেয়া যাবে না।
যদি দেশ এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র করা হয় তাহলে ইসলামী ছাত্র মজলিসের নেতৃত্বে পুনরায় ছাত্র সমাজ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।
তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গা#জা#য় ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। নির্মমভাবে অসহায় মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। ভারতের নাগপুরে মুসলমানদের নির্যাতন করা সত্বেও বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো এখনো মুসলমানদের আত্মচিৎকার শুনতে পাচ্ছে না। অতিসত্বর এই হত্যাযজ্ঞ বন্ধ করে ইজরায়েলকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
সংগঠনের যশোর সভাপতি মুহাম্মদ রেজওয়ান এর সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি আবু দারদা নাঈম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যশোর জেলা সভাপতি হাঃ মাও আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান, জয়েন সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা শিহাব উদ্দিন, সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মামুনুর রশীদ চৌধুরী, ছাত্র মজলিসের সাবেক যশোর জেলা সভাপতি মিজানুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাওলানা হেলান উদ্দীন, যশোর শহর শাখার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম,শ্রমীক মজলিস যশোর জেলা সেক্রেটারি ডক্টর রফিকুল আলম, যশোর জেলা সভাপতি মাসুম বিল্লাহ তামিম।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন যশোর শহর শাখার অফিস সম্পাদক মুহাম্মদ আল আমীন, বায়তুমমাল সম্পাদক ইয়াসীন আরাফাত, প্রচার সম্পাদক মিরাজুল ইসলাম প্রমুখ।