সৌদি আরবের সাথে মিল রেখে দেশের যেসব জায়গায় ঈদ উদযাপন হলো
যশোরের সমাজ ডেস্ক
দেশের কয়েকটি জায়গায় সৌদি সাথে মিল রেখে ঈদ উদযাপন চলছে। ছবি: খবর সংযোগ
দেশের কয়েকটি জায়গায় সৌদি সাথে মিল রেখে ঈদ উদযাপন চলছে। ছবি: খবর সংযোগ
সৌদি আরবের সাথে মিল রেখে বিভাগীয় শহরসহ বেশ কয়েকটি জেলায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে জানা গেছে দেশের বরিশাল, ময়মনসিংহ, চাঁদপুর, টাঙ্গাইল, লক্ষ্মীপুর ও গাজীপুরের বিভিন্ন স্থানে আজ রোববার ঈদ উদযাপিত হয়েছে।
বরিশাল
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশাল বিভাগের ৭৫টি মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহসুফি দরবার শরীফের অনুসারী তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর পালন করেছেন।
রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়া চৌধুরী বাড়ী শাহ-মমতাজিয়া জামে মসজিদ ও ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী হাজী বাড়ী শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
পিরোজপুর-ঝিনাইদহের ২০ গ্রামে ঈদ পালনপিরোজপুর-ঝিনাইদহের ২০ গ্রামে ঈদ পালন
এছাড়াও বরিশালের বাবুগঞ্জের বিভিন্ন এলাকায় ঈদ পালন করেন এসব অনুসারীরা।
তাঁজকাঠী হাজী বাড়ী শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মিঠু জানান, নগরীর সাতট মসজিদ, বাবুগঞ্জের রাকুদিয়া, নলছিটির দপদপিয়া, পটুয়াখালীর বাউফল, বগা ও রাঙ্গাবালী এবং বরগুনার ডাবুয়াসহ বিভাগের ৭৫ মসজিদে রোববার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ
ময়মনসিংহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় নগরীর আঞ্জুমান কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ জেলার পরিচালক মো. হাবেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নগরীর আঞ্জুমান কেন্দ্রীয় ঈদগা মাঠে প্রথম জামাত সকাল ৮টায় একই মাঠে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় জামাতে ঈমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।
এছাড়াও আকুয়া বাইপাস মাদানীনূর মার্কাস মসজিদ মাঠে ঈদুল ফিতরের জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। নগরীর চক বাজার বড় মসজিদে সকাল সাড়ে ৮ টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের অষ্টধারের চরশশা ঈদগাঁ মাঠে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথমটি সকাল ৮ টায়, দ্বিতীয়টি সকাল ৯টায় ও সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। বলাশপুর ঈদগা মাঠে সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
চাঁদপুর
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ এবং জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।
সকাল ৯টায় ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয় সাদ্রা দরবার শরীফ মাঠে। এই জামায়াতে ঈমামিত করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী।
এরপর দ্বিতীয় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৯টায়। এতে ইমামতি করেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী।
এছাড়াও সকাল ৯টায় ঈদের বড় জামায়াত অনুষ্ঠিত হয় মুন্সিরহাট বাজার জামে মসজিদে।
দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী বলেন, শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন ও ঈদুল ফিতর উদযাপন করে থাকি।
টাঙ্গাইল
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের সকাল ৮টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান হাফেজ এরশাদ হোসেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের কিছু মুসুল্লি ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।
লক্ষ্মীপুর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করেছে লক্ষ্মীপুরের ১১ গ্রামের মানুষ। রোববার (৩০মার্চ) সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও তালিমুল কোরআন নূরানী মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন শতাধিক মুসল্লি। এছাড়া রামগঞ্জ উপজেলার ৪টি ও রায়পুর উপজেলার একটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ-পূর্ব তালিমুল কুরআন মাদ্রাসার ঈদগাহের খতিব মাওলানা আমিনুল ইসলাম খান বলেন, প্রত্যেকটি মাজহাবে একসঙ্গে সারা বিশ্বে ঈদের জামাত করার ফতোয়া রয়েছে। শুধু বাংলাদেশ, ভারত ও শ্রীলংকা ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হচ্ছে। আগে যোগাযোগের উন্নত মাধ্যম ছিল না। এজন্য মানুষ সৌদি আরবের এক দিন পর ঈদ করতো। কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। এতে আমরা পিছিয়ে থাকব কেন।
এছাড়া সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ পৌরসভার জাহাঙ্গীর টাওয়ার, ১০টায় পূর্ব বিঘা কেন্দ্রীয় জামে মসজিদ ও পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
গাজীপুর
গাজীপুর জেলার সদর উপজেলার ডগরি এলাকায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কয়েকটি পরিবার ঈদুল ফিতর উদযাপন করেছে।
রোববার সকাল ৭টার দিকে স্থানীয় একটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতের ইমামতি করেন উক্ত মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু তাহের।
তিনি বলেন, ইসলামে একতা গুরুত্বপূর্ণ। আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছি, যাতে ধর্মীয় অনুভূতির সম্মান বজায় থাকে।