গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়ন ভূমি কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে
মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি।
শুক্রবার রাতে অফিসের মেইন গেটের তালা ভেঙে ওই চুরি হয়েছে বলে ওই অফিস সংশ্লিষ্টদের ধারণা।
ভূমি অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অফিস শেষে মূল ভবনের মেইন গেটে একটি তালা লাগিয়ে সকলে বাড়ি চলে যায়। আজ শনিবার স্থানীয় বাসিন্দারা মুঠোফোনে জানান আপনাদের অফিসের মেইন গেটের তালা ভাঙ্গা রয়েছে তাৎক্ষণিক খবর পেয়ে ভূমি অফিসে চলে আসি। এসে দেখি গেটের একটি তালা ভেঙে অফিসের একটি পানির লাইনের মটর, ভিতরের কক্ষের একটি জানালা ভেঙে ইন্টারনেট সংযোগের একটি অনু এবং একটি রাউটার, পানির দুটি ট্যাব, একটি মাল্টিপ্লাগ চুরি হয়েছে।
টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন ভূমি অফিসে চুরি
পাটগাতি ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা ইলিয়াস মুন্সী বলেন, স্থানীয় বাসিন্দারা আমাকে মুঠোফোনে ভূমি অফিসের তালা ভাঙা দেখতে পেয়ে জানান, তাৎক্ষণিক আমি অফিসে চলে আসি আমার অন্য সহকর্মীদের নিয়ে এবং দেখার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। তারপর থানায় যাই। তিনি আরও বলেন, আমাদের ভূমি অফিসে কোন সিসি ক্যামেরা নেই, থাকলে হয়তো বা দেখতে পারতাম কিভাবে চুরি সংগঠিত হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মঈনুল হক বলেন, বিষয়টি জানা পর পাটগাতি ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তাকে থানায় অভিযোগ করতে বলেছি। থানা পরবর্তী পদক্ষেপ নেবে বলে তিনি জানান।